-পরিচালক , কৃষি তথ্য সার্ভিস
কৃষি তথ্য সার্ভিসের পরিচালক কৃষিবিদ মোঃ শাহজাহান আলী বিশ্বাস বলেছেন, এক সময় এ দেশের কৃষি ছিল খোরপোষের । কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বরেণ্য কৃষি বিজ্ঞানী কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এর আমলে বাংলাদেশের কৃষির ধারনাই পরিবর্তন হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ৪র্থ শিল্প বিপ্লবে কৃষিই অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি ১৯ ডিসেম্বর সকাল ১০টায় কৃষি তথ্য সার্ভিসের কনফারেন্স রুমে আঞ্চলিক কার্যালয় আয়োজিত ২দিন ব্যাপী কৃষিতে তথ্য প্রযুক্তি ব্যবহার র্শীষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। পরিচালক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ৩ বছরের মধ্যে কৃষির বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। কৃষি বিজ্ঞানীদের গবেষণা ও কৃষি বিষয়ক তথ্য প্রযুক্তি সম্পসারণের ফলে এখন আর কোন জমি অনাবাদি থাকে না। লবণ সহিষ্ণু, প্লাবন সহিষ্ণু ও বারোমাসি চাষযোগ্য বিভিন্ন প্রকার ফসলের আধুনিক জাত উদ্ভাবন ও প্রযুক্তি সম্প্রসারণের ফলে দেশ আজ খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে। তিনি কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রে সরবরাহকৃত আইসিটি মালামাল ব্যবহার করে আধুনিক ও সর্বশেষ তথ্যাদি দ্রুত সাধারণ কৃষককের মাঝে ছড়িয়ে দিতে ও কেন্দ্রগুলিকে আধুনিক কৃষি তথ্য ও প্রযুক্তি নির্ভর আলোচনার আড্ডাখানায় পরিনত করতে উপস্থিত এআইসিসি’র সদস্যবৃন্দের প্রতি আহব্বান জানান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান এতে সভাপতিত্ব করেন। প্রকল্প পরিচালক ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে কৃষি জলবায়ু পরিবর্তন অভিযোজন খুলনা অঞ্চল কৃষিবিদ শেখ ফজলুল হক মনি’র সঞ্চলনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক বেতার কৃষি অফিসার কৃষিবিদ শারমিনা শামিম। দুই দিন ব্যাপী এ প্রশিক্ষণে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও গোপালগঞ্জ জেলার ১০টি কৃষি তথ্য যোগাযোগ কেন্দ্রের সভাপতি, সম্পাদক ও কোষাধক্ষ্য সহ মোট ৩০ জন অংশগ্রহণ করেন।
সংবাদদাতাঃ শারমিনা শামিম, আঞ্চলিক বেতার কৃষি অফিসার, কৃষি তথ্য সার্ভিস, খুলনা।